তাকে টপকে যাবার কথা
শব্দের পাহাড়
সাহস
এবং
কিছু স্থবিরতা
সেও শব বয়ে নিয়ে যায়
যেন চার বছর আগেকার একটা লেখা
শবটিও হয়তো
কোনো শেষের গল্প শোনাচ্ছে তাকে
ও বলেছিল : ও শব পুড়িয়ে ফেলেছে
জন্মদিনের প্রাঞ্জল উপহার
চশমা পরে কাঁদা যায় না
চোখের জল শুধু এঁকে যায়
বেঁকে যায়
আমিও তো তেমন চ্যাপলিন নই
তবু দেখি , তোকে ছাড়াই বৃষ্টি পড়ে চলেছে ইদানিং
আর আমিও
অন্ধকার
চশমার
গভীরে
No comments:
Post a Comment