Saturday, April 25, 2015

নতুন বছর

নতুন হলে তবেই নতুন বছর। সবাই ভালো থাকলে তবেই ভালো। 
স্কুল কলেজে খুনখারাপি, বোমা মারামারি বন্ধ হলে নতুন বছর। 
বাঙালী ছেলেমেয়েরা আরেকটু বাংলা বললে পড়লে লিখলে নতুন বছর। 
আরেকটু বেশি সংখ্যক লোক খেতে পরতে পারলেও নতুন বছর। 
এইসব অসম্ভব নিয়েই নতুন বছর। 
সবাইকে শুভেচ্ছা।

No comments: