Friday, June 24, 2016

সমীর রায়চৌধুরীর প্রয়াণসংবাদ

এখুনি ফেসবুকে সমীর রায়চৌধুরীর প্রয়াণসংবাদ পেলাম। ব্যক্তিগতভাবে পরিচয় হয়ে ওঠেনি। বেশ কয়েকবার একই মলাটে লেখার সুযোগ হয়েছিল। খুবই আনন্দ হয়েছিল ওঁর কলমে আমার কয়েকটি ঝুরোগল্পের প্রশংসা পেয়ে। বন্ধু নবেন্দু একবার কোনো এক পত্রিকার জন্য কালেক্ট করে আনা সমীরদার হাতে লেখা একটা কবিতা দেখিয়েছিল। লাইন টানা কাগজে কাঁপা কাঁপা হাতে লেখা ঐ আঁকা বাঁকা অক্ষরগুলো আজ খুব মনে পড়ছে। লেখকের স্মৃতি তো তার লেখাই। তাঁর হস্তাক্ষর রয়ে যাবে। সাহিত্যের একটা প্রজন্ম তথা যুগের অনেককিছু নিয়ে চলে গেলেন তিনি। অগ্রজ সাহিত্যিককে শ্রদ্ধা।

No comments: