Thursday, November 17, 2011

Without 6 translated into Bengali by Nabendu Bikash Roy

এভাবে দৃশ্য মরে যায় ।

যেন স্ট্যান ব্রাখেজের ছবির মধ্যে

একটি জ্বলন্ত নেগেটিভ , তার উদাসীন তাকানোয়

এভাবে তাকিয়ে থাকা মরে যায় ।

ফেলে আসা সিঁড়ি

মই বেয়ে

ফিল্টারের ভেতরে পুড়তে পুড়তে দেখি

এভাবে দহন মরে যায় ।

মরনাপন্নের মুখ ফুটে উঠছে চারিদিকে

অথবা কবেকার মৃতেরা

কথা হারিয়ে কতদিন

কত কম

বেশি

এভাবে কথা মরে যায় ।

No comments: