Friday, November 18, 2011

Without 9 translated into Bengali by Nabendu Bikash Roy

প্রতিবার যতবার দরজা বন্ধ করেছো তুমি

কে যেন ঢুকে পড়েছে

এই ভাবে।

প্রতিটি দরজাই আসলে হা খোলা

সব কিছু ভুলে যাবার প্রতিটি স্মরণ

ও শরীর

শরীরের স্মৃতি আর শরীরেও লেগে আছে স্মৃ!

প্রতিবার যতবার দরজা খুলেছ তুমি

কেউ নেই

কেউ নেই কোথাও

কেবলই দরজার আই-হোল দিয়ে

অতীত দ্যাখার একটা দৃষ্টিপথ

আর দরজাটাও একদিন ক্রমে ক্রমে বুজে যাবে


...ক্রমে বা ক্রমান্বয়ে।

No comments: