Friday, January 29, 2016

অর্জুন বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্কিমচন্দ্র'

অর্জুন (Arjun Bandyopadhyay) রুদ্ধশ্বাসে পড়ে ফেললাম তোমার লক্ষভেদ।
তোমার উপন্যাস।
বঙ্কিমচন্দ্র।
আমার দুর্দান্ত মনে হল। ইতিহাসের নানা মোড় এবং অভিঘাত জুড়ে জুড়ে যে প্রাতরকিক পরিসর তৈরি করেছ তা শিহরণ জাগায়। আমি বলব হিস্টোরিকাল ফ্যান্টাসি। অভিসন্ধিমূলক এবং রোমান্টিক্যালি রাজনৈতিক। গদ্যের এই স্মার্টনেস তোমার থেকে প্রত্যাশিত। এক গুরুত্বপূর্ণ সামাজিক দলিল। কালচারাল হিস্ট্রি লিখেছ তুমি বাংলার, হয়ত ভারতেরও। যেভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছ স্বাধীনতা সংগ্রাম, নকশালবাদ, মাওবাদ আরও অনেক কালচারস অফ প্রটেসট তা প্রশংসনীয়। শেষে যেখানে অনেক বাচনের পর ঘটনা ঘটে, সেটাও বেশ লেগেছে। অবশ্যই নবারুণীয় পরিণতি, তবে এটা প্রশংসাসূচক অর্থেই বললাম। এই উপন্যাস, এক স্টেটমেনট, পলেমিক এবং অবশ্যই ল্যান্ডমার্ক। আমি এর গর্বিত পাঠক, যদিও আরো গর্বিত হতাম লেখক হলে। smile emoticon
অনেক শুভেচ্ছা রইল। এই কথাগুলো পার্সোনাল মেসেজে জানাতেই পারতাম কিন্তু অন্যদের জানাতে ইচ্ছে করল তোমার উপন্যাস সম্পর্কে।
অপ্রকাশিত এই উপন্যাস প্রকাশিত হলে পাঠক দয়া করে পড়ুন।
অর্জুন বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্কিমচন্দ্র'।

No comments: