মানুষ চলে যাবার পর দিনগুলো থেকে যায়, যতক্ষণ না ফিরে আসতে পারছে। মানুষ না পারলেও রয়ে যাওয়া দিনগুলো তো ফিরে আসে। আজ যেমন এল আবার। শুভ দ্বিতীয় জন্মদিন, মা। আমি জানি অন্যকোথাও হয় না, এই পৃথিবীর বাইরে। পৃথিবীর ভেতরেই সব অন্যকথা, অন্যকোথা। সেখানেই আমদের অন্যমধ্যে আছো তুমি। আমরা যতদিন থাকবো, থাকবে। তারপর শূন্য দিন ফিরে এসে অনুপস্থিত উপস্থিতি জানান দেবে। ততদিন থাকো আমাদের সঙ্গে, যতদিন আমরা থাকি। আমি বিশেষ কিছু পারি না, একটু আধটু গল্পগাছা ছাড়া। তাই লিখলাম আজ একটা। আমি জানি তোমায় সে লেখা প্রকাশিত হওয়া অব্দি অপেক্ষা করতে হবে না।
No comments:
Post a Comment