তোমার প্রিয় গানগুলোর একটা। রাতে শুয়ে শুয়ে বহুবার গাইতে শুনেছি। গোটা গানটা তোমার কণ্ঠস্থ ছিল। হয়ত গানটার মধ্যে খুঁজে পেয়েছিলে নিজেকে। যেমন কতকিছুর মধ্যেই সারাজীবন আমাদের আত্ম-অন্বেষণের খেলা চলে। আজ তোমার চলে যাবার দিনে এই গানের ভেতর হয়ত কোথাও তোমায় খুঁজে পাওয়া যাবে। হয়ত গানটাও তোমায় খুঁজে পাবে। অনুপস্থিতির দোহাই দেবে।
No comments:
Post a Comment