Tuesday, April 19, 2016

Priyo

তোমার প্রিয় গানগুলোর একটা। রাতে শুয়ে শুয়ে বহুবার গাইতে শুনেছি। গোটা গানটা তোমার কণ্ঠস্থ ছিল। হয়ত গানটার মধ্যে খুঁজে পেয়েছিলে নিজেকে। যেমন কতকিছুর মধ্যেই সারাজীবন আমাদের আত্ম-অন্বেষণের খেলা চলে। আজ তোমার চলে যাবার দিনে এই গানের ভেতর হয়ত কোথাও তোমায় খুঁজে পাওয়া যাবে। হয়ত গানটাও তোমায় খুঁজে পাবে। অনুপস্থিতির দোহাই দেবে।
Kabe Trishito E Maru Chhariya Jaibo Rajanikanter Gaan Pannalal Bhattacharya Uploaded for listening…

No comments: