This is the death of sights.
As if inside a Stan Brakhage film
A burning film negative
Staring beyond
This is the death of stares
Stairs of the past
Walking on ladders
Burning through the filter
I at long last see
This is the death of burning
Everywhere throws up
A dying image
Or dead better still
As many years
Undone in words
As many
Or lesser still
This is the death of words
2 comments:
এভাবে দৃশ্য মরে যায় ।
যেন স্ট্যান ব্রাখেজের ছবির মধ্যে
একটি জ্বলন্ত নেগেটিভ , তার উদাসীন তাকানোয়
এভাবে তাকিয়ে থাকা মরে যায় ।
ফেলে আসা সিঁড়ি
মই বেয়ে
ফিল্টারের ভেতরে পুড়তে পুড়তে দেখি
এভাবে দহন মরে যায় ।
মরনাপন্নের মুখ ফুটে উঠছে চারিদিকে
অথবা কবেকার মৃতেরা
কথা হারিয়ে কতদিন
কত কম
বেশি
এভাবে কথা মরে যায় ।
Post a Comment