বোধশব্দ পত্রিকার আগামী সংখ্যা কবিতার দৃশ্যশরীর নিয়ে। সুস্নাতদার ডাকে কবিতা নিয়ে একটা লেখা লিখলুমঃ লাকা, রবীন্দ্রনাথ, মালারমে, অনুপমদা হয়ে সে লেখা 'নিউ মিডিয়া'র ওয়ার্ড আর্টে গেলো। 'নতুন কবিতা' পত্রিকার কবিতা ও টাইম-মেশিন সংখ্যার জন্য স্বপনদা লিখিয়ে নিল আরেকটা লেখা। সেখানে লিখলাম কবিতায় সময়ের চলন ও তার অনুধাবন নিয়ে। স্বদেশ সেন, শক্তি চট্টোপাধ্যায় আর শঙ্খ ঘোষের তিনটি কবিতা ঘিরে রইলো সে লেখা। দুই লেখায় দুরকমভাবে অব্যক্ততা নিয়ে লিখতে গিয়ে মনে হল, কবিতায় অব্যক্ততা নিজের সময় আর দৃশ্য নির্মাণ করে। সে সময় দুঃসময়ের আর সে দৃশ্য অপদৃশ্যের পরোয়া করেনা।
No comments:
Post a Comment