যতই আমায় ন্যাংটো করবে
তুমিও ততই ন্যাংটো হবে
তুমিও ততই ন্যাংটো হবে
রাস্তায় ধূলোর হাসাহাসি
ক্যামেরা আর পুলিশদৃষ্টি
ক্যামেরা আর পুলিশদৃষ্টি
একে অন্যের পারিবারিক শরীর
একে অন্যের লজ্জা নিবারণ করবে
একে অন্যের লজ্জা নিবারণ করবে
নিবারণ ওদের
আর লজ্জা তোমার-আমার
আর লজ্জা তোমার-আমার
শরীরের কোথায় বর্ণ লেখা আছে?
নগ্নতার কোন কানাচে লেখা থাকে জাত?
নগ্নতার কোন কানাচে লেখা থাকে জাত?
ঐ দেখো স্ত্রী স্বামীকে আড়াল করে আছে
দেখো ঐ ছেলে মাকে আড়ালে রেখেছে
দেখো ঐ ছেলে মাকে আড়ালে রেখেছে
তোমায়-আমায় কে করবে আড়াল?
কে রাখবে আড়ালে?
কে রাখবে আড়ালে?
যতই আমায় ন্যাংটো করবে
নিজে ততই ন্যাংটো হবে
নিজে ততই ন্যাংটো হবে
No comments:
Post a Comment