'ব্রজী' পত্রিকার আগামী সংখ্যার জন্য গল্প লিখলামঃ 'পানশালার মনোলগ'।
'ব্রজী' অনলাইন পত্রিকা নয়, সহজলভ্যতায় তার ওঠাবসা নেই। কতিপয় লোকই কষ্ট করে খুঁজে পড়বেন। হয়ত পড়বেন কোন কোন সহলেখক বন্ধু। তাই ভালো। এর বেশি হলে 'মনোরঞ্জন' হয়ে যেত আর এলেখা মনোরঞ্জনে নারাজ। এখানে বড়ই 'না-পাওয়ার রং'।
সংবাদ, সংবেদ, গৃহহীন মানুষের গ্রহ, ইনফিনিট এইট, মাকড়সার স্থৈর্য--অবলীলায় ঢুকে পড়লো পানশালায়। বাসাহীন চরাচরে মানুষের অনন্ত পথযাত্রার সাফারিং নিয়ে যেটুকু বলার ডাক আসছিলো কলমকার হিসেবে, তার একটুখানি বলার চেষ্টা করলাম এই ক্ষুদ্রাকার মনোলগে।
No comments:
Post a Comment