Saturday, March 7, 2015

সন্দীপনপনা

"ভ্রমণে মানুষের অপরিতৃপ্ত বহুগামিতাই চরিতার্থ হয়। "
সন্দীপন চট্টোপাধ্যায়।
সিডনী উইনির আসন্ন 'ট্রান্সন্যাশানাল মডার্নিজমস' কনফারেন্সে সন্দীপনের একটি গল্প 'সোনালী ডানার ঈগল' নিয়ে পেপার পড়ার কথা। এটি হয়ত আমার প্রিয়তম সন্দীপন শর্ট স্টোরি। আমার মনে হয় বাংলায় লেখা সেরা গল্পগুলোয় এর স্থান। সেইসূত্রে গল্পপাঠে ফিরে গিয়ে বেশ কিছুদিন পর আবার সন্দীপন-পনায় মজলাম।
কলেজে আমার আর নবার সন্দীপনীয় কীর্তিকলাপ মনে পড়ছে, মনে পড়ছে সব্যসাচী দেব আর অদ্রিশ বিশ্বাসের সহযোগিতায় প্রেসিতে সন্দীপন স্মরণ আর যাদবপুরে পড়াকালীন বন্ধু সায়মের সাথে সন্দীপনের ইংরেজি অনুবাদের এখনো না রিয়ালাইজ করে ওঠা প্ল্যান প্রোগ্রাম। জীবন থাকলে একদিন ঠিক করে ফেলবো। সন্দীপন ইংরেজিতে আর বেকেট বাংলায়। আপাতত পেপারের ফাঁকে ফাঁকে অনুবাদ চলুক! smile emoticon
সন্দীপন নিয়ে ইংরেজিতে তিন নম্বর লেখায় হাত দেবার আগে ফিরে যেতে চাইলে আরও যাওয়া যায়। কফি-হাউসে আসক্ত সন্দীপনের মুখোমুখি কিম্বা আরও আগে, ওঁর লেখা পড়ার আগে বাবার বইয়ের তাকে 'ডাবল বেডে একা' অথবা পুরীতে যেদিন সকালবেলা বাবা সমুদ্রের দিকে চাওয়া একটা বড় ছায়া আর তার হাত ধরা একটু ছোট ছায়াকে দেখিয়ে বলেছিলঃ

No comments: