বুড়ো কলকাতা
ছবি তোলা যেতো
কালোয়াতি জলে
ছবি ভেসে যাবে
বুড়ো কলকাতা
ছবি তোলা যাবে
ছবি তোলা যেতো
কালোয়াতি জলে
ছবি ভেসে যাবে
বুড়ো কলকাতা
ছবি তোলা যাবে
অনেকদিন আগেকার একটা গল্পের ভেতর লেখা এই কবিতাটা হঠাৎ মনে পড়ে গেলো।
কলেজ স্ট্রিট থেকে শিয়ালদার দিকে হেঁটে যেতে যেতে মনের ভেতর কেউ লিখে দিয়েছিল এই লাইনগুলো।
মনে পড়লো।
"As the world holds its breath, I keep memory in."
No comments:
Post a Comment