Saturday, March 7, 2015

স্মরণীয়া

ছোটবেলায় বাড়িতে যেসব গান ঘুরে ফিরতো, কানে কানে, মুখে মুখে...না-ফেরা সময়ের মত শাল-পিয়ালের বনে হাওয়ার দোলন, বন্ধ হয় না অথচ ফিরতেও দ্যায় না।

No comments: