'অনেক দিনের পর মিলে যাবে অবসর'!
অবসর মিলেই যায়, ভাগশেষ রাখে না!
দ্যাখো না, তোমাকেও আর অবসর নিতে হল না।
অথচ অবসর মিলে গেলো!
কদিন ধরে এই গান নিখুঁত আততায়ীর মত পিছুধাওয়া করছে।
'সন্ধ্যে নেবেই লুটে, অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা'
অন্ধকারের তবু আছে সীমানা'
No comments:
Post a Comment