সিডনীর শহরতলি লাকেম্বায় যাকে মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে, সেখানে সস্ত্রীক ডালপুরী, ছোলার ডাল, সর্ষে ইলিশ, ডিমের ভর্তা, ডাল-ভাত এবং কাচ্চি বিরিয়ানি খাওয়া হল জমপেশ। তবে আরও জমপেশ হল দেওয়ালে-হোরডিংয়ে বাংলা লেখা দেখতে পাওয়া। এই প্রবাসে ওতেও অনেকটা পেট ভরে যায়। চিনিগুড়া চাল কেনা হল, সঙ্গে ঘি,পাঁপড় আর রান্নার তেল। দোকানের দাদা মিষ্টি করে আবার আসতে বললেন। এমন বাংলাদেশই তো দেখতে চাই। আমি কোনদিন বাংলাদেশ যাইনি, আমার মার দিকের শিকড় যদিও সেইখানেই। জন্মের সময় ডাক্তারের সহায়িকার কল্যাণে বাঁ চোখের বাইরের দিকে যে হাল্কা কাটা দাগটা রয়েছে সেটা কাছ থেকে আলো ফেললে তবেই দেখা যায়। হয়ত আমার ঘনিষ্ঠতম বন্ধুরাও কখনো খেয়াল করেনি। তেমনই আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। অনেকক্ষণ তাকিয়ে থাকলে গভীর আলোর ভেতর দেখা যায় সে অনঙ্গ টান। তাই অভিজিৎ রায়দের হত্যা কষ্ট দ্যায়। দ্বিতীয়বার মাতৃহারা হবার কষ্ট।
No comments:
Post a Comment