ভারতীয় দিনগুলো ফুরিয়ে আসার বেলায় বিষন্ন কিছু শেষ সাক্ষাত বাকি রয়ে গ্যাছে যারপর আবার দেশান্তর। অন্ততপক্ষে বছর দেড়েকের জন্য। যা কিছু রয়ে যাচ্ছে তা যা কিছু নিয়ে যাচ্ছি তার থেকে অনেকটাই বেশি। একটা বেসামাল রেখে যাচ্ছি। বন্ধুর পায়ের চারপাশে ঘুরন্ত চারটে বিড়ালের মত এই দিনরাত যেখানে ছাইদানি ভালবাসা জানে।
No comments:
Post a Comment