Friday, October 23, 2015

অ্যাশট্রের রক্তমাংস

আমাদের অ্যাশট্রের আগামী প্রিন্ট সংখ্যা 'রক্তমাংস'র কাজ প্রায় শেষ। এই থিমের ওপর নানা ধরণের মাল্টিমিডিয়া কোলাবোরেটিভ ওয়ার্কশপ, কবিতা-রেসিপি, চিঠি, গল্প, নন-ফিকশন ইত্যাদি নিয়ে দ্বিভাষিক সংখ্যা। আমার প্রধান দায়িত্ব ছিল গল্প বিভাগ। সেখানে কুলদা রায় এবং অলোকপর্ণার দুটি অসামান্য গল্প পেয়ে আমি খুশী। আর এই দুই গল্পকারের সাথে একই বিভাগে আমারও একটা গল্প থাকছে এটাও আনন্দের। অ্যাশট্রের জন্য রইলো এর আগে প্রতিষেধক প্রিন্ট ম্যাগ ও গল্পপাঠ অনলাইন পত্রিকায় প্রকাশিত আলেস্টার ক্রাউলির সেটানিজম নিয়ে লেখা সিউডো-গোয়েন্দা গল্পের এক ছদ্ম-সিকুয়েল। স্পটলাইট এখানে ক্রাউলির প্রেমিকা লায়লা ওয়াডলের ওপর। এ গল্পে থ্রিলার থেকে রাজনৈতিক সংবাদের যাত্রাই হয়ত তার রক্তমাংস। আমাদের সময়ের রাজনীতি অ-রাজনীতিতে রক্তমাংসের ছায়ায় ছাই ফেলতে আসছে অ্যাশট্রে ৭। ২০১৬ লিট ম্যাগ ফেয়ার এবং বইমেলায় সাবধান।

No comments: