Tuesday, April 19, 2016

প্রেতপুল...

সেতু ভাঙে রূপকে এবং বাস্তবে। মানুষ কিন্তু রূপকে মরেনা, মরে বাস্তবে। নির্বাচন করতে পারলে তারা হয়ত শুধু রূপককেই নির্বাচন করতো। কিন্তু নাহ, তাদের নির্বাচনের অধিকার নেই।

অসম উন্নয়নের ভারতবর্ষে ফ্লাইওভার উচ্চ শ্রেণীর জীবন-বিশ্বায়নের প্রতীক। গরীব মানুষের কাছে শপিং মল মানে বাইরে এ-সি'র উদ্বৃত্ত হাওয়া (যদি অবশ্য পুলিশ তাদের সরিয়ে না দেয়) আর ফ্লাইওভার মানে শহরের অনেক গৃহহীন মানুষের মাথায় ছাদ। এই উড়ালপুলের পতন নৃশংসভাবে আরও একবার বলে গেল সাধারণ মানুষের থেকে এই উন্নয়ন শুধু শত যোজন দূরেই নয়, এমনকি গরীব মানুষের কাছে তা মারকও বটে। ফ্লাইওভারের নীচে চাপা পড়া মানুষেরা কিন্তু ফ্যাতাড়ু হয়ে উড়বে। উড়বেই। বানাবে নিজেদের অদৃশ্য উড়ালপুল। তাদের পুলের মালমশলায় কোন ফাঁকি থাকবে না। সবদলের পাণ্ডাদের মাথায় ভেঙে পড়বে সেই প্রেতপুল। ভাঙবেই।

No comments: