Tuesday, April 19, 2016

Chhora

স্টিং-এর শিং-এ ঘেরা,
টাকার বাড়ি ফেরা।
তোড়ার ওপর তোড়া,
হাতি নাচছে ঘোড়া।
টাকায় সবাই মোড়া,
সবই টাকায় জোড়া।
বোতাম নয়, এ ঘোড়া!
টিপলে তবে ঢোঁড়া!
টিপবে নাকি জোড়া?
অন্ধ টাকার ফোঁড়া?
লাখ পাঁচেকের গতি,
নইলে পরে ক্ষতি!
চাষীর গলায় দড়ি,
খুচরো টাকাকড়ি।

No comments: